খামার ঘর তৈরি করতে জানা অর্থ কিভাবে আপনি নিজের নির্দিষ্ট টাকা ও জায়গা দিয়ে পশুর জন্য সর্বোচ্চ আরামদায়ক সেডের ব্যবস্থা করবেন। এর জন্য আপনাকে খামার ঘরের বিভিন্ন অংশের মাপ কেমন হবে এবং এই মাপগুলো কম-বেশি করলে কি সুবিধা-অসুবিধা তা জানতে হবে। এটা জানা থাকলে আপনার খামারে জায়গা অপচায় হবেনা এবং লাভের পরিমান বেশি হবে আশা করা যায়। তাই এখন জেনে আসি কিভাবে আমরা কম জায়গাতে খামারের জন্য প্রয়োজনীয় ঘর তৈরী করতে পারি এই বিষয়ে। আপনাদের সাহায্যের জন্য আমদের এগ্রোহ্যাভেন টিম সুন্দর ভাবে এই পোষ্ট টি করার চেষ্টা করেছে।
খামার ঘর তৈরী
ঘর তৈরীঃ
একটি খামার তৈরী করার জন্য প্রথম প্রয়োজন হল একটি ঘর ।ভালো ঘর না হলে পশু-পাখি পালন করা সম্ভাব না । ঘর তৈরী করতে হলে যে বিষয় খিয়াল রাখতে হবে তা নিম্নে আলোচনা করা হলঃ
- এমন ভাবে ঘর তৈরী করতে হবে যাতে ঘরে অনেক দিন পশু-পাখি পালন করা যায়।
- একই ঘরে একাধিক বয়সের প্রাণী পালন করা যাবে না।
- তাদের জন্য আলাদা আলাদা ঘর বানাতে হবে।
- একটি ঘর থেকে অন্য ঘরের দূরত্ব অন্ততঃ ৩০ ফুট (৯.০ মিটার ) রাখাতে হবে ।
- ঘর তৈরীর সময় খিয়াল রাখাতে হবে যে ঘর টি যেন খোলামেলা বা পরিবেশ নিয়ন্ত্রিত হয়।
খাদ্য গুদাম ঘরঃ
একটি খামারের জন্য একটি খাদ্য গুদাম ঘর অতি প্রয়োজনীয় ।কারণ এখানে নিরাপদে খাবার রাখা যায় ।খাবারে কোন ধরনের ক্ষতি হয় না এবং খাদ্য ভালো থাকে।গুদাম ঘর তৈরী করতে হলে যে বিষয় খিয়াল রাখতে হবে তা নিম্নে আলোচনা করা হলঃ-
- খাদ্যের গুদাম ঘর খামারের গেটের সামনে তৈরী করা উচিৎ।
- গুদাম ঘরের চারি পাশ যেন ভালোভাবে ঘিরা থাকে।
- খাবার নষ্ট করার মত কোন প্রানী যেন না ভিতর প্রবেস করতে পারে সে দিকে খিয়াল রাখাতে হবে।
- গুদাম ঘরে যাতে তিন (৩) মাসের খাবার যাতে মজুত রাখা যায় সেই পরিমান জায়গা রাখতে হবে।
- ঘর এমন ভাবে তৈরী করা প্রয়োজন জাতে খাবারের গুণগত মান ঠিক থাকে।
যান্ত্রপাতির ঘরঃ
খামারে কাজ করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রের প্রয়োজন হয়।এই যন্ত্র গুলি নিদিষ্ট স্থানে না রাখালে হারিয়ে যাবার সম্ভাবনা থাকে। আর যন্ত্র গুলি এলোমেলো করে রাখলে যন্ত্র গুলি নষ্ট হয়ার সম্ভাবনা থাকে,আর যন্ত্রে জীবাণু থাকতে পারে এবং পশু -পাখি অসুস্থ হতে পারে। যন্ত্র গুলা ভালো ও সুন্দর রাখার জন্য খামারে একটি যান্ত্রপাতির ঘর থাকা প্রয়োজন।যন্ত্রপাতি ঘর থাকলে যন্ত্রপাতি গুলা নিরাপদ থকে ও জীবাণু মুক্ত রাখা সম্ভাব হয়।
খামারের জন্য প্রয়োজনীয় ঘর তৈরী
অফিস ঘরঃ
খামারের প্রবেশ পথে এই ঘর টি তৈরী করা হয়।যাতে করে অপরিচিত কোন ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে এটি হল খামারের অফিস ঘর।এই জাগাতে খামারের সকল হিসাব নিকাশ ও হিসাবপত্র সংরক্ষিত থাকে।
পরিশোধিত ঘরঃ
একটি খামারের জন্য একটি পরিশোধিত ঘর অতি প্রয়োজনীয়। একটি খামারের প্রাণী গুলা সুস্থ রাখার জন্য একটি পরিশোধিত ঘর অতি প্রয়োজন ।
- খামারে প্রবেশের পূর্বে পরিশোধিত হওয়ার জন্য এই ঘর তৈরী করা হয়ে থাকে ।
- বাইরে থেকে কনো ব্যক্তি জীবাণুমুক্ত না হয়ে যেন প্রবেশ না করতে পারে।
- এই ঘরটি সাধারণত অফিস ঘরের সাথে বা পাশে তৈরী করা হয়ে থাকে।
- তাছাড়া প্রতি শেডে প্রবেশ করার পূর্বে শেড সংলগ্ন আলাদা ভাবে পরিশোধিত ঘর তৈরী করা হয়ে থাকে।
- খমারের ভিতর পরিশোধিত জুতা ও পোশাক ব্যাবহারে জন্য এই ঘরে রাখা হয়।
গার্ড রুমঃ
একটি বড় খামারের জন্য একটি গার্ড রুম অতি প্রয়োজনীয়।খামারের প্রবেশ পথের শুরুতে এই ঘর টি তৈরী করা হয়।যাতে করে অপরিচিত কোন ব্যক্তি যাতে প্রবেশ করতে নসুরুতে।খামারের অতি নিরাপত্তার জন্য এই রুম প্রস্তুত করা হয়। এর ভিতরে একটি লোক নিয়োগ করা হয় যে এই খামারের চতুরদিক সবসময় পর্যাবেক্ষন করে।
আরো পড়ুনঃ
গরুর বাছুরের আঁশ জাতীয় ও দানাদার খাদ্য়ের তালিকা ও খাওয়ানোর নিয়ম
খামার পরিকল্পনা, ব্যবস্থাপনা ও দিক নির্দেশনা ও বিস্তারিত
আধুনিক পদ্ধতিতে ছাগল পালন পদ্ধতি ও প্রশিক্ষণ
♠♠ আপনি কৃষি সম্পর্কে মন্তব্য করতে চাইলে আমাদের ফেজবুক পেজ বা ফেজবুক গ্রুপে যোগ দিন এবং আপনার প্রয়োজনীয় মতামত জানান।
খামার তৈরীর জন্য প্রয়োজনীয় ঘর তৈরী ,খামার তৈরীর জন্য ঘর তৈরী ,খামারের জন্য প্রয়োজনীয় ঘর তৈরী ,খামারের জন্য ঘর তৈরী ,খামারের ঘর তৈরী ,খামার ঘর তৈরী ,খামার তৈরী,প্রয়োজনীয় ঘর তৈরী , পরিশোধিত ঘর ,পরিশোধিত ঘর তৈরী ,খামার পরিশোধিত ঘর তৈরী,খামারে পরিশোধিত ঘর তৈরী,পগার্ড রুম , গার্ড রুম তৈরী ,খামার গার্ড রুম তৈরী, খামারে গার্ড রুম তৈরী, অফিস ঘর , অফিস ঘর তৈরী ,খামার অফিস ঘর তৈরী , খামারে অফিস ঘর তৈরী , যান্ত্রপাতির ঘর ,যান্ত্রপাতির ঘর তৈরী ,খামার যান্ত্রপাতির ঘর তৈরী ,খামারে যান্ত্রপাতির ঘর তৈরী ,খাদ্য গুদাম ঘর ,খাদ্য গুদাম ঘর তৈরী ,খামার খাদ্য গুদাম ঘর তৈরী ,খামারে খাদ্য গুদাম ঘর তৈরী রফার্ম ঘর তৈরী ,