Home » ৪৯৭ পদে বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩- Bangladesh Krishi Bank Job Circular 2023

৪৯৭ পদে বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩- Bangladesh Krishi Bank Job Circular 2023

Bangladesh Krishi Bank Job Circular

সাম্প্রতিক বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ৪৯৭টি পদে, ন্যায্য টাকা বেতনে, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) চাকরি দেবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক আবেদন করতে পারবে। Bangladesh Krishi Bank Job Circular 2023 এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। বাংলাদেশ কৃষি ব্যাংকের পদসমূহ সম্পর্কে জানতে নিম্নের ছবিটি ভালোভাবে পড়ুন। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন কৃষি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে, বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।
সকল কৃষি ব্যাংকে চাকরি আবেদনের ওয়েবসাইট :  www.erecruitment.bb.org.bd

সকল কৃষি ব্যাংক এর মূল কাজ হল, মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছানোর পাশাপাশি খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দারিদ্র্য দূরীকরণের জন্য এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য কৃষি ভিত্তিক শিল্প ঋণ প্রদান করে থাকে।  বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশের কৃষির মতো প্রকৃতি নির্ভর অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। আমানত, ঋণ, বৈদেশিক বাণিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এই ব্যাংক।

কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

আপনি যদি কৃষি ব্যাংক চাকরি করে চান তাহলে আপনাকে অবশ্যই আগ্রহ ও ইচ্ছা থাকতে হবে। কৃষি ব্যাংক নোটিশ ও বিজ্ঞপ্তি তে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে । এই নিম্ন পদ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের আবেদন করার আহ্বান করা যাচ্ছে। ব্যাংক সহ সকল কৃষি চাকরির খবর দেখুন আমাদের AgroHavenBD ওয়েবসাইটে। কারণ আমাদের এগ্রো হ্যাভেন বিডি টিম সব সময় কন্টেন গুলি আপডেট রাখার চেষ্টা করে।

ব্যাংকের নাম বাংলাদেশ কৃষি ব্যাংক
ব্যাংকের ধরন সরকারি
পদের সংখ্যা ৪৯৭ জন
পড়াশুনার যোগ্যতা স্নাতক ডিগ্রী সমমান পাশ
মাসিক বেতন স্কেল  বিস্তারিত নিন্মের চিত্র
আবেদন ফি ২০০/= টাকা
আবেদন করবেন ডাকযোগের মাধ্যমে আবেদন করা যাবে
আবেদনের লিংক এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ ০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ কৃষি ব্যাংক চাকরির খবর

৪৯৭ টি পদে বাংলাদেশ কৃষি ব্যাংক চাকরির খবর প্রকাশিত হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় বাংলাদেশ ব্যাংকের আওতায় কৃষি ব্যাংক বিজ্ঞপ্তি সকল পদে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৩
Apply Now

আবেদনের শেষ তারিখঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৩

Apply Now

 

Bangladesh Krishi Bank job Circular 2023

Krishi Bank Board is headed by a Chairman. Board chairmen are usually experienced professionals / former professionals who have wide acceptance and prestige. Directors represent both the public and private sectors and are appointed by the government. The managing director is the chief executive of the bank. He is appointed by the government. The bank has three posts of Deputy Managing Director and they are appointed by the government. The bank has 16 posts of General Manager. They are also employed by the government

Krishi Bank jobs

 

Apply Online

Bangladesh Krishi Bank Senior Officer (General) Job Circular 2023

Official Website: www.krishibank.org.bd

Apply Online (bdjobs): ers.bdjobs.com/applications/krishibank/

Apply Online (Teletalk): bkb.teletalk.com.bd

 

আরো চাকরির খবর পড়ুন

বিভিন্ন কৃষি প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

একটি বাড়ি একটি খামার নিয়োগ বিজ্ঞপ্তি 

ইস্পাহানি এগ্রো লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

ব্যাংকের বিভাগ ও শাখা সমূহঃ ব্যাংক তার ১০৩৮ টি শাখার (রাজশাহী ও রংপুর বিভাগ বাদে) অনলাইন শাখা সহ কার্যক্রম পরিচালনা করে। এর ১৬ টি বৈদেশিক মুদ্রা শাখা রয়েছে। ব্যাংকের ৯ টি বিভাগীয়, ৫ টি প্রধান আঞ্চলিক এবং আঞ্চলিক অফিস রয়েছে মাঠ পর্যায়ে শাখা কার্যক্রমের নিবিড় তদারকির জন্য। তার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সম্মতি ব্যবস্থার অংশ হিসেবে ব্যাংকের মাঠ পর্যায়ের নিরীক্ষা অফিসও রয়েছে, যার মধ্যে ৯ টি বিভাগীয় পর্যায়ে এবং ৫৪ টি আঞ্চলিক পর্যায়ে রয়েছে। প্রধান কার্যালয়ে ব্যাংকের মহাব্যবস্থাপকের নেতৃত্বে একটি বিভাগ, ২৭ টি বিভাগ এবং জেনারেল ম্যানেজারের নেতৃত্বে একটি স্টাফ কলেজ রয়েছে।

কৃষি ব্যাংক job circular

কৃষি ব্যাংকের কর্মচারি বিন্দুঃ

কৃষি ব্যাংক বোর্ডের নেতৃত্বে থাকেন একজন চেয়ারম্যান। বোর্ড চেয়ারম্যান সাধারণত অভিজ্ঞ পেশাজীবী/প্রাক্তন পেশাজীবী যার ব্যাপক গ্রহণযোগ্যতা এবং মর্যাদা রয়েছে। পরিচালকরা সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রতিনিধিত্ব করেন এবং সরকার কর্তৃক নিযুক্ত হন। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান নির্বাহী। তিনি সরকার কর্তৃক নিযুক্ত। ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের তিনটি পদ রয়েছে এবং তারা সরকার কর্তৃক নিযুক্ত। ব্যাংকে জেনারেল ম্যানেজারের ১৭ টি পদ রয়েছে। তারাও সরকার কর্তৃক নিযুক্ত।

ব্যাংকের ঠিকানাঃ কৃষি ব্যাংক ভবন, ৮৩-৮৫ মতিঝিল বাণিজ্যিক অঞ্চল, ঢাকা -১০০০, বাংলাদেশ অবস্থিত।

ব্যাংকের উদ্দেশ্যঃ কৃষি ব্যাংক বিকেবির মূল লক্ষ্য হলো কৃষক, কৃষিকাজে নিযুক্ত ব্যক্তিরা যেমন শস্য উৎপাদন, মৎস্য সংস্কৃতি, পশুপালন ইত্যাদি এবং কৃষিভিত্তিক শিল্প ও কুটির শিল্পের বিকাশে জড়িত উদ্যোক্তাদের সহজ ও ঝামেলা মুক্ত ঋণ বিতরণ সুবিধা প্রদান করা।

এটি প্রাথমিক লক্ষ্য ছিল জনগণকে উচ্চতর সুদের হার ব্যবস্থার বাইরে নিয়ে আসা, যা ব্যাংক তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতি ও নীতিমালা অনুসারে ব্যাংকটি পরিচালিত হয়েছে। আমাদের অর্থনীতির উন্নতির জন্য তাদের বিনিয়োগের জন্য ১৯৭৭ সাল থেকে ব্যাংক বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

কৃষি ব্যাংকের কার্যাবলীঃ

  • শস্য, মৎস্য, প্রানীসম্পদ, গাভীপালন, কৃষি যন্ত্রপাতি, শস্য গুদামজাত ও বাজারজাতকরন,দারিদ্র বিমোচন,কৃষি ভিত্তিক শিল্প
  • প্রকল্প ও চলমান ঋণ এবং এসএমই খাতে ঋণ বিতরণ।
  • চলতি,সঞ্চয়ী,এসএনডি ও মেয়াদীসহ বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প বাস্তবায়ন।
  • বিভিন্ন প্রকার সরকারি সঞ্চয়পত্র বিক্রয় ও প্রাইজবন্ড ক্রয়বিক্রয়।
  • দেশের বাহিরে কর্মরত প্রবাসীদের প্রেরিত অর্থ তাদের স্বজনদের নিকট দ্রুততম সময়ে পৌঁছে দেয়া।
  • সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় মুক্তিযোদ্ধা ভাতা,বয়স্কভাতা,বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা
  • ভাতা,অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা,উপবৃত্তির অর্থ বিতরণ এবং অবসর প্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের পেনশন সুবিধা প্রদান।
  • সরকারী ধান/চাউল/খাদ্য সংগ্রহের বিল পরিশোধ,ভূমি উন্নয়ন কর আদায় ও অন্যান্যয ব্যাংকিং সেবা প্রদান।

 

এক নজরে বিকেবি
মাননীয় চেয়ারম্যান মো: নাসিরুজ্জামান
মাননীয় ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার
প্রধান কার্যালয় বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়(কৃষি ব্যাংক ভবন), ৮৩-৮৫, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০, বাংলাদেশ। অক্ষাংশ: ২৩.৭২৭৯ দ্রাঘিমাংশ: ৯০.৪১৮২
স্টাফ কলেজ বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ, প্লট-৩, ব্লক-এ, মিরপুর-১৩, ঢাকা-১২১৬ অক্ষাংশ: ২৩.৮০৩৫ দ্রাঘিমাংশ: ৯০.৩৭৮৩
স্বীকৃত মূলধন ১৫০০.০০ কোটি টাকা
প্রাপ্ত মূলধন ৯০০.০০ কোটি টাকা
প্রধান কার্যালয় বিভাগসমূহ ২৫ টি বিভাগ (এখানে ক্লিক করুন)
বিভাগীয় অফিসসমূহ ৯ টি (এখানে ক্লিক করুন)
বিভাগীয় নিরীক্ষা অফিসসমূহ ৯ টি
প্রধান আঞ্চলিক ব্যবস্থাপক অফিসসমূহ ৪৫ টি (এখানে ক্লিক করুন)
আঞ্চলিক ব্যবস্থাপক অফিসসমূহ ৮ টি (এখানে ক্লিক করুন)
আঞ্চলিক নিরীক্ষা অফিসসমূহ ৫৪ টি
মোট শাখা ১০৩৮ টি (এখানে ক্লিক করুন)
প্রধান শাখা স্থানীয় মুখ্য কার্যালয়, মতিঝিল
অনলাইন শাখা ১০৩৮ টি (এখানে ক্লিক করুন)
এটিএম বুথ ০৮ টি
কর্পোরেট শাখা ৭ টি (এখানে ক্লিক করুন)
এডি শাখা ১৬ টি
গ্রামীন শাখা ৭৯২ টি
বিকেবি’র আওতায় জেলাসমূহ ৫০ টি
বিকেবি’র আওতায় ইউনিয়নসমূহ ৬০৭ টি
বিকেবি’র আওতায় শহর ৯ টি সিটি কর্পোরেশনের আওতায় ৩৮ টি শাখা
শহরের শাখা ২৩৯ টি

এই পেজে যে টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে :

কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, কৃষি ব্যাংক job circular, বাংলাদেশ কৃষি ব্যাংক job circular,বাংলাদেশ কৃষি ব্যাংক dhaka, বাংলাদেশ কৃষি ব্যাংক website, কৃষি ব্যাংকে চাকরির খবর , বাংলাদেশ কৃষি ব্যাংক চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, নতুন চাকরির খবর, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি,