খামার বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে কৃত্রিমভাবে কোন উদ্ভিদ বা প্রাণী পালন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্য অর্জন করা হয়। সাধারণত গবাদি পশু এবং কিছু বাণিজ্যিক উদ্ভিদ এবং প্রাণী এই প্রক্রিয়ায় উৎপাদিত এবং বাজারজাত করা হয়। সংজ্ঞা অনুসারে কৃষিকাজ হ’ল এমন একটি শিল্প, বিজ্ঞান বা অনুশীলন, যেখানে খাদ্য সরবরাহের লক্ষ্যে প্রাণী এবং / অথবা ফসল উত্থাপন করা হয়। শিল্প হিসাবে কৃষিক্ষেত্রে কৃষকরা নিজেকে ঘিরে রাখে: যে লোকেরা কৃষিক্ষেত্রে কাজ করে।

খামার স্থাপন পরিকল্পনা

খামার স্থাপন পরিকল্পনা

যে কনো খামার স্থাপনের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া হোয়ে থাকে। তাই খামার স্থাপন পরিকল্পনা করার আগে পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন।পূর্ব প্রস্তুতির সময় গুরুত্ব পূর্ণ বিষয় সমূহ নিম্নে আলোচনা করা হলঃ-

প্রশিক্ষণ ও অভিজ্ঞাতাঃ

যে কোন একটি ফার্ম বা খামার করতে হলে প্রথম প্রয়োজন দক্ষকর্মি আর দক্ষ হত হলে প্রয়োজন প্রশিক্ষণ ও অভিজ্ঞাতা ,তাই খামার তৈরী করতে হলে  যে বিষয়ে দক্ষ হতে হয় তা হলঃ-

সম্পদের প্রাপ্যতাঃ

যে কোন ব্যাবসাকরতে হলে নিজস্ব কিছু সম্পদ ও অর্থ উপার্জেন মাধ্যম থাকাটাই হল সম্পদের প্রাপ্যতা আর খামার করতে হলে  এই বিষয়ে খিয়াল রাখা প্রয়োজন, নিম্নে সম্পদের প্রাপ্যতা সম্পর্কে ধারনা দেওয়া হলঃ-

উপকরণ প্রাপ্তির নিশ্চয়তাঃ

সকল উপকরণ যাতে সহজে পওয়া যায় সে বিষয়ে খিয়াল রাখতে হবে,নিম্নে সকল উপকরণ প্রাপ্তির নিশ্চয়তা গুলির তুলে ধরা হলঃ- 

স্থানীয় লোকেদের চাহিদা পুরনঃ

আমাদের ব্যবসায় লক্ষ রাখতে হবে স্থানীয় লোকেদের ।সামাজিক আবস্থা বজায় রেখে স্থানীয় লোকেদের সাথে ব্যবসা করতে হবে , গুরুত্ব পূর্ণ বিষয় সমূহ নিম্নে আলোচনা করা হলঃ-

সুযোগ – সুবিধা তৈরীঃ

খামার করতে হলে বিভিন্ন সুযোগ সুবিধা তৈরী করতে হয়।যতো বেশি সুযোগ সুবিধা তৈরী করা যায় ততো বেশি ব্যাবসার জন্য ভালো ,বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলোঃ

স্থান নির্বাচনঃ

খামারের জন্য সুন্দর স্থান নির্বাচন করা অতি জরুরী একটি বিষয়।কারন স্থানের উপর নির্ভর করে সুস্থতা ও বৃদ্ধির ।তাই স্থান নির্বাচন করতে হলে যে বিষয় খিয়াল রাখা জরুরী তা নিম্নে আলোচনা করা হলঃ

পরিকল্পনা প্রণয়নঃ

খামার স্থাপনের উদ্দেশ্যঃ

খামারের লক্ষ্যমাত্রাঃ

খামার পরিচালনা পদ্ধতিঃ

খামার হিসাব সংরক্ষণঃ খামারের উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক রেখে সে অনুসারে যাবতিয় কাজ বা কর্মকান্ডের হিসাব ও তথ্য সংরক্ষণ করতে হবে।

 

খামার পরিকল্পনা ,খামারের লক্ষ্যমাত্রা ,খামার পরিচালনা পদ্ধতি ,খামার স্থাপনের উদ্দেশ্য ,খামার পরিকল্পনা প্রণয়ন ,খামারের স্থান নির্বাচন ,খামারের সুযোগ – সুবিধা তৈরী ,খামারের স্থানীয় লোকেদের চাহিদা পুরন ,খামারের উপকরণ প্রাপ্তির নিশ্চয়তা ,খামার তৈরিতে সম্পদের প্রাপ্যতা ,খামার বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞাতা ,কৃষি কী ,

খামার তৈরিতে লক্ষ্যমাত্রা , পরিচালনা পদ্ধতি , স্থাপনের উদ্দেশ্য ,খামার তৈরির উদ্দেশ্য ,পরিকল্পনা প্রণয়ন ,খামার তৈরির পরিকল্পনা , স্থান নির্বাচন , সুযোগ – সুবিধা তৈরী , স্থানীয় লোকেদের চাহিদা পুরন , উপকরণ প্রাপ্তির নিশ্চয়তা ,খামারের সম্পদের প্রাপ্যতা ,খামার প্রশিক্ষণ ও অভিজ্ঞাতা ,প্রশিক্ষণ ও অভিজ্ঞাতা ,

খামার পরিকল্পনা প্রণয়ন , গরুর খামার পরিকল্পনা , মুরগির খামার পরিকল্পনা , ছাগল খামার পরিকল্পনা , ছাগলের খামার পরিকল্পনা , টার্কি খামার পরিকল্পনা , হাঁসের খামার পরিকল্পনা ,  পোল্ট্রি খামার পরিকল্পনা , খামার ব্যবস্থাপনা , খামার করার নিয়ম ,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *