Home » কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তালিকা-Agriculture Training Institute List Bangladesh

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তালিকা-Agriculture Training Institute List Bangladesh

https://agrohavenbd.com/wp-content/uploads/2022/02/Agriculture-Training-Institute-List-.jpg

আপনারা আজ জানতে চেয়েছেন যে বাংলাদেশ এর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তালিকা ও নাম সমূহ সম্পর্কে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (Agriculture Training Institute) গুলি হলো বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান। সকল ছাত্র- ছাত্রীদের আবাসনের জন্য প্রতিটা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি করে ছাত্র- ছাত্রীনিবাস রয়েছে। তাই যারা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পড়তে চান তারা তারা কোন সমস্যা ছাড়া পড়তে পারেন। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো, উদ্ভাবিত কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে বিস্তার ও তার প্রয়োগে সহায়তা প্রদানের জন্য কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরসহ মাঠ পর্যায়ের যথোপযুক্ত কৃষি সম্প্রসারণ র্কমী/ উপসহকারী কৃষি কর্মকর্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করা।

সরকারি ও বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিশন ও মিশন হলো, আধুনিক প্রযুক্তির সাহায্যে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান; বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত শিক্ষাবর্ষপঞ্জি অনুসরণ করে ০৪ (চার) বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকদের কৃষি সম্পর্কিত আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণের আয়োজন করা। কৃষি তথ্য সার্ভিস, ডিজিটাল ও আধুনিক কৃষি তথ্য বিষয়ে বিভিন্ন সমস্যা ও সমধান সম্পর্কে সঠিক তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট AgroHavenBD.com ভিজিট করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেরি নাকরে জেনে আসি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কয়টি কি কি? Agriculture Training Institute List এবং এর তালিকা সমূহ সম্পর্কে,

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তালিকা

ক্রমিক নং ইনস্টিটিউট এর তালিকা
০১ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, তাজহাট, রংপুর
০২ কৃষি প্রশিক্ষণ ইটিটিউট, গাইবান্ধা
০৩ ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি(আইএলএসটি), গোবিন্দপুর, সদর, গাইবান্ধা
০৪ ফিসারিজ ডিপ্লোমা ইন্সটিডিট, সিরাজগঞ্জ
০৫ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, ঈশ্বরদী, পাবনা
০৬ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, সদর, ঝিনাইদহ
০৭ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, দৌলতপুর, খুলনা
০৮ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, রহমতপুর, বাবুগঞ্জ, বরিশাল
০৯ কৃষি প্রশিক্ষণ ইসটিটিউট, ফরিদপুর
১০ কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, সাঁটুরিয়া, মানিকগঞ্জ
১১ কৃষি প্রশিক্ষণ ইসটিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম

১২ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, আড়াই হাজার, নারায়ণগঞ্জ
১৩ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, শিমুলতলী, (বি ও এফ), গাজীপুর
১৪ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, শেরপুর
১৫ ফিসারিজ ডিপ্লোমা ইসসটিডিট, কিশোরগঞ্জ (মৎস্য)
১৬ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, খাদিমনগর, সিলেট
১৭ কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
১৮ ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি(আইএলএসটি), সদর, নাসির নগর, ব্রাক্ষণবাড়িয়া
১৯ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, হোমনা, কুমিল্লা
২০ চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট, চাঁদপুর । (মৎস্য)
২১ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, বেগমগঞ্জ, নোয়াখালী
২২ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, হাট হাজারী, চট্টগ্রাম
২৩ কৃষি প্রশিক্ষণ ইসটিটিউট, রাংগামাটি

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কয়টি

বাংলাদেশে সরকারি ও বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হলো মোট ২৩ টি। এখানে কৃষি বিষয়ে সকল ধরণের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রশিক্ষণ ও সেবা সমূহ:-

  1. কৃষি উৎপাদন বিষযে পেশা ভিত্তিক দক্ষ মানব সম্পদ তৈরি করা ।
  2. কৃষির আধুনিক প্রযুক্তি প্রয়োগ সর্ম্পকে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা ।
  3. সরকারি, বেসরকারি সংস্থায় প্রশিক্ষিত কৃষি কর্মী সরবরাহ করা ।
  4. মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি সেবা প্রদানে দক্ষ জনবল তৈরি করা ।
  5. কৃষকদের চাহিদাভিত্তিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়া ।
  6.  কৃষিতে আত্মকর্মসংস্থান ও উদ্যেক্তা তৈরিতে সহায়তা করা ।
  7. দেশে বিদেশে কর্ম সংস্থান সৃষ্টিতে দক্ষ জনবল তৈরি করা ।
  8.  কৃষির বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য প্রশিক্ষিত লোকবল তৈরি করা ।
  9. মোটিভেশন, মাঠ দিবস ও সেমিনারের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে দক্ষ জনবল তৈরি করা ।
  10. শুদ্ধাচার, সরকারি কর্মচারি আচরণ বিধি সম্পর্কে শিক্ষর্থীদের অবহিত করা ।

Agriculture Training Institute List

 

♠♠ আপনার কৃষি সম্পর্কে কিছু বলার বা জানার থাকলে, আপনি আমাদের ফেজবুক পেজ বা ফেজবুক গ্রুপে যোগ দিতে পারেন এবং আপনার প্রয়োজনীয় মতামত জানাতে পারেন। এছাড়া আপনার কি? কৃষি কোন পণ্য ক্রয় করতে চাচ্ছেন তাহলে আমাদের ফেজবুক পেজ   AgroHaven Shop এ এসএমএস এর মাধ্যমে জানাতে পারেন।

এই তথ্যের সাথে সাদৃশ্য বিষয়সমূহ:-
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর তালিকা, সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কয়টি, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কি কি ,কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নাম সমূহ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর তালিকা, Agriculture Training Institute List,