Home » আধুনিক কৃষি পদ্ধতিতে সমলয় চাষাবাদে কমবে খরচ বাড়বে আয়!

আধুনিক কৃষি পদ্ধতিতে সমলয় চাষাবাদে কমবে খরচ বাড়বে আয়!

আধুনিক কৃষি পদ্ধতিতে সমলয় চাষাবাদ

বর্তমান কৃষি জমিতে বীজ বপন, চারা রোপণ থেকে শুরু করে ধান কেটে বাড়িতে নেওয়া সবই হবে আধুনিক প্রযুক্তির সাহায্য। এভাবে সকল শ্রমিক নির্ভরতার পাশাপাশি জমিতে চাষাবাদে কমবে চাষির খরচ। এই পদ্ধতিকে বলা হয় সমালয় চাষাবাদ। আধুনিক কৃষি পদ্ধতিতে সমলয় চাষাবাদে কমবে খরচ বাড়বে আয় ও কৃষক হবে স্বাবলম্বী। এই যুগোপযোগী পদ্ধতি সমলয় চাষ করে অল্প খরচে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে অধিক ফসল করা ও লাভবান হওয়া সম্ভব।

সমলয় চাষাবাদ পদ্ধতি

সমলয় চাষাবাদ পদ্ধতি

বর্তমানে আমাদের দেশের কৃষকদের অভিযোগ ধান চাষ লাভজনক নয়। লাভজনক করার অন্যতম উপায় হল উৎপাদন খরচ কমানো। আর উৎপাদন খরচ কমাতে সমালয় চাষের বিকল্প নেই। প্রচলিত পদ্ধতিতে এক হেক্টর জমিতে ধানের চারা রোপণ করতে এলাকাভেদে প্রায় ১২-১৬ হাজার টাকা খরচ হয়, যেখানে মেশিন ব্যবহার করলে খরচ হয় অনেক কম টাকা। নতুন সমালয় চাষ পদ্ধতিতে বীজতলা থেকে ফসল তোলা পর্যন্ত কম লোকের সাহায্যে মেশিন কাজ করবে।

জমির অপচয় রোধে প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে বীজ রোপণ করা হবে। দ্রুত চারা অঙ্গরিত হবে। এরপর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হবে। একজন ট্রান্সপ্লান্টার এক ঘণ্টায় এক একর জমিতে চারা রোপণ করতে পারেন, এতে অনেক টাকা ও কম শ্রম সাশ্রয় হয়। একই গভীরতায় ও সমানভাবে চারা রোপণ করা যায়। একই সময়ে রোপণ করলে একই সময় সমস্ত ধানের ফল পাওয়া যায়।

ধান কাটার ক্ষেত্রেও সময়ের অভাবে শ্রমিকের ব্যাপক সংকট দেখা দেয় এবং সারাদেশে প্রায় একই সময়ে শুরু হয় ধান কাটার কাজ। এ ক্ষেত্রে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটতে হেক্টরপ্রতি ৩.৫-৪ হাজার টাকা খরচ হয়, যেখানে শ্রমিকদের দ্বারা ধান কাটা, পরিবহন, মাড়াই-মাড়াই, এলাকাভেদে প্রায় ১৮-২০ হাজার টাকা খরচ হয়। মেশিন দিয়ে একসাথে সব ধান মাড়াই করা যায় এবং কম সময় লাগে। এভাবে সমালয় চাষের মাধ্যমে শুধুমাত্র রোপণ ও ফসল কাটা সম্ভব হলে প্রতি হেক্টরে ধানের উৎপাদন খরচে বিপুল টাকা সাশ্রয় করা সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদন খরচ ও শ্রমিক সংকট দূর হবে এবং কৃষকরা হবে আরও অধিক লাভবান ও সচল।

 

 

 

 

 

একইভাবে