Home » মাটি কাকে বলে কত প্রকার ও কি কি?- Mati Kake Bole, Mati koto prokar o ki ki

মাটি কাকে বলে কত প্রকার ও কি কি?- Mati Kake Bole, Mati koto prokar o ki ki

মাটি কাকে বলে কত প্রকার ও কি কি

মাটি বা মৃত্তিকা হল পৃথিবীর পৃষ্ঠের নরম আবরণ। মাটি স্থলজ গাছপালা জন্মানোর প্রাকৃতিক মাধ্যম। পাথর পাউডার বা গুঁড়া হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে তৈরি হয় মাটি। জৈব পদার্থের উপস্থিতিতে প্রাকৃতিক এবং রাসায়নিক পরিবর্তন যেমন মাটির ক্ষয়, বিচূর্ণিভবন ইত্যাদির মাধ্যমে শিলা থেকে মাটির ক্ষয় ঘটেছে এজন্যই পৃথিবীর সবচেয়ে প্রাচীন মাটি পাওয়া যায় না। ভূত্বক, পানির স্তর, বায়ুর স্তর এবং জৈব স্তরের মিথস্ক্রিয়ার মাধ্যমে শিলা থেকে মাটি গঠিত হয়। এক কথায় মাটি কাকে বলে

মাটি কাকে বলে?

মাটি কাকে বলে?আপনি যদি কৃষি তথ্য সার্ভিস, ডিজিটাল ও আধুনিক কৃষি তথ্য বিষয়ে বিভিন্ন সমস্যা ও সমধান সম্পর্কে সঠিক তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট AgroHavenBD.com ভিজিট করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন। নিম্নে মৃত্তিকা বা মাটি কাকে বলে? কত প্রকার ও কি কি?, Mati Kake Bole , Mati koto prokar o ki ki , মাটির উপকারী উপাদান, মাটির গুণাগুণ ও মাটির বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক তথ্য ও বিস্তারিত চলুন জেনে আসি। 

মাটি কাকে বলে?

মাটি কি? এই সম্পর্কে এক এক জন মনিষী এক এক ভাবে মাটি কি উত্তর ও ব্যখ্যা দিয়েছেন চলুন তার কিছু তথ্য জেনে আসি।

(১) ভূ-ত্বকের নরম উপরিভাগই মাটি।

(২) ভূ-পৃষ্ঠের নরম আবরনকে মাটি বলে।

(৩) পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ বা স্থরকে মাটি বলে।

(৪) কঠিন পদার্থের ছোট ছোট টুকরা, পানি ও বায়ুর সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ কে মাটি বলে।

(৫) পৃথিবীর উপরিভাগের যে নরম স্তরে গাছপালা মূল স্থাপন করে রস শোষণ করে জন্মায় ও বৃদ্ধি পায় তাকে মাটি বলে ৷

(৬) উদ্ভিদ জন্মানোর উপযোগী খনিজ, জীব ও জৈব সমন্বয়ে গতিশীল প্রাকৃতিক বস্তুকে মাটি বা মৃত্তিকা বলে।

(৭) অসংহত শিলা ও মণিকের ভগ্নাংশ এবং পৃথিবী পৃষ্ঠে উৎপন্ন জৈবপদার্থের সঞ্চয়ন, যা জীবন ধারণে সহায়তা করতে সক্ষম করে তাকে মাটি বলে ৷

কৃষকের ভাষায় মাটি কি বা কাকে বলে: যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদিপশু বিচরণ করে তাকে মাটি বলে।

বদ মাটি কি: নষ্ট মাটিকে বদ মাটি বলে।

মাটির উপকারী উপাদান কয়টি ও কি কি?

মাটি হল পৃথিবীর পৃষ্ঠে নরম খনিজ এবং জৈব পদার্থের মিশ্রণ যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রাকৃতিক মাধ্যম হিসেবে কাজ করে। মাটির উপাদান কয়টি ও কী কী সে সম্পর্কে নিম্নে বিস্তারিত দেখুনঃ

মাটির উপাদান – মাটি মোট ৪ টি প্রধান উপাদানের সমন্বয়ে গঠিত।

মাটির উপাদান কি কি – মাটির উপাদান গুলো কী কী নিচে তা উল্লিখিত হলোঃ

ক্রমিক নং মাটির উপাদান  কত ভাগ
০১ খনিজ পদার্থ ৪৫%
০২ জৈব পদার্থ ৫%
০৩ বায়ু ২৫ %
০৪ পানি ২৫%
মোট= ১০০%

 

গঠন ও প্রকৃতি অনুযায়ী মাটি কত প্রকার ও কি কিঃ গঠন ও প্রকৃতি অনুযায়ী মাটি চার প্রকার।

যথাঃ-

ক্রমিক নং মাটি কত প্রকার
০১ বেলে মাটি
০২ পলি মাটি
০৩ কর্দম মাটি এবং
০৪ দোআঁশ মাটি

 

মাটি কত প্রকার ও কি কি

মাটি কত প্রকার ও কি কি

তুলনামূলক অনুপাতের উপর ভিত্তি করে বালি, পলি এবং কাদা – এই তিনটি মাটির কণার পরিমানের উপর ভিত্তি করে মাটির প্রকারভেদ করা হয়েছে। বিভিন্ন মাটিতে বিভিন্ন অনুপাত বালি, পলি এবং কাদার কণা থাকে। কিছু মাটিতে বালির কণা বেশি থাকে, আবার কিছু মাটিতে কাদা কণার পরিমাণ বেশি থাকে। এই সকল বিষয় পরীক্ষা করে মাটিকে তিন (৩) ভাগে ভাগ করে হয়েছে। সকল ধরনের মাটির প্রকারভেদ ও বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলঃ

মাটি সাধারনত ৩ প্রকার

যথাঃ

ক্রমিক নং মাটি কত প্রকার
০১ এঁটেল মাটি
০২ বেলে মাটি
০৩ দোআঁশ

 

(১) এটেল মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য

এঁটেল মাটি কি: যে মাটিতে বালু অপেক্ষা পলি ও কাদার পরিমান বেশি থাকে এবং দানা গুলি খুব ছোট তাকে এটেল মাটি বলে।

এঁটেল মাটি বৈশিষ্ট্য:

  • এটেল মাটিতে বালু অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি থাকে।
  • এই মাটির কাদা মাটি খুব নরম, দানা খুব ছোট ও মিহি।
  • এই মাটি বেশি পানি ধরে রাখতে পারে।
  • এ মাটিতে ভালভাবে বাতাস চলাচল করতে পারেনা।
  • মাটি সব ফসলের জন্য তেমন উপকারী নয়।
  • কিন্তু এই মাটিতে ধান চাষ করা যায়।

(২) বেলে মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য

বালি বা বেলে মাটি কিঃ যে মাটিতে পলি ও কাদার অপেক্ষা বালু পরিমান বেশি থাকে তাকে বেলে মাটি বলে।

বেলে মাটি বৈশিষ্ট্য:

  • বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে।
  • এই মাটিতে পানি ধারন ক্ষমতা কম।
  • এ মাটিতে ভালভাবে বাতাস চলাচল করতে পারে
  • বেলে মাটিতে ফসল তেমন ভাল হয় না তবে তরমুজ শসা, বাঙ্গী, চীনাবাদাম, মিষ্টি আলু ইত্যাদি ভাল জন্মে।

(৩) দোআঁশ মাটি কাকে বলে ও বৈশিষ্ট্য

দোআঁশ মাটি কিঃ যে মাটিতে ৪০% বালি কণা, ২০% কাদা কণা ও ৪০% পলিকণা যুক্ত মাটি থাকে তাকে দোআঁশ মাটি বলে। এই মাটিতে মাটিতে কাদা আর পলিকণা প্রায় সমান পরিমাণে থাকে।

দোআঁশ মাটি বৈশিষ্ট্য:

  • দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদা সম পরিমানে থাকে।
  • এ মাটির পানি ধারন ক্ষমতা মাঝারী।
  • চাষ ব্যবস্থাপনায় পুকুর তৈরির জন্য দোঁআশ মাটি সবচেয়ে ভাল।
  • চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এ মাটিতে ধান, পাট, গম, পিয়াজ, মরিচ, ভূট্টা, আলু, শাকসবজি ইত্যাদি ভাল জন্মে।

মাটির গুণাগুণ:

অঞ্চলভেদে  মাটির গুণাগুণ ও প্রকার PH-র ভিত্তিতে মাটির ধরন মাটির বর্ণ উৎপাদনশীলতা ১ বরেন্দ্র, মধুপুর গড়, সাভার, গাজীপুর, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীর অংশ বিশেষ এটেল, কাদা ও বালিযুক্ত কাদা বেশি অম্লীয় লাল ও বাদামী প্রাকৃতিক উৎপাদনশীলতা কম ২ যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, ঢাকা ও বরিশালের কিয়দংশ পলিযুক্ত এটেল ক্ষারীয় হালকা ও বাদামী গাঢ় ধূসর প্রাকৃতিক উৎপাদনশীলতা বেশি ৩ ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, রংপুর, বগুড়া, পাবনা ও ফরিদপুরের কিয়দংশ পলিযুক্ত দো-আঁশ নিরপেক্ষ থেকে ক্ষারীয় ধূসর ও গাঢ় ধূসর প্রাকৃতিক উৎপাদনশীলতা তুলনামূলক বেশি ৪ রংপুর-দিনাজপুরের কিয়দংশ, মানিকগঞ্জ, গাইবান্ধা, ফরিদপুর ও টাঙ্গাইলের কিয়দংশ বালি ও বালিযুক্ত পলি কিছুটা অম্লীয় ধূসর প্রাকৃতিক উৎপাদনশীলতা তুলনামূলক কম ৫ নদী সন্নিকটস্থ অঞ্চল বালিযুক্ত পলি অম্লীয়/ক্ষারীয়/নিরপেক্ষ ধূসর থেকে কালচে ধূসর প্রাকৃতিক উৎপাদনশীলতা তুলনামূলক কম ৬ উপকূলীয় অঞ্চলসমূহ পলি ও কাদার ভাগ বেশি অম্লীয় কালো বা ছাই রং প্রাকৃতিক উৎপাদনশীলতা কম।

মাটি নিয়ে কিছু প্রশ্ন:

প্রশ্নঃ কৃষি কি বা কাকে বলে?
উত্তরঃ ভূমিতেশ্রম বিনিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় উদ্ভিদ ও প্রাণী উৎপাদন করাকে কৃষি বলে।।

প্রশ্নঃমাটি কি বা মৃত্তিকা কাকে বলে?
উত্তরঃ মাটিএকটি পরিবর্তনশীল প্রাকৃতিক বস্তু / খনিজপদার্থ, জৈবপদার্থ এবং জীবকার্যের সমন্বয়ে গঠিত উদ্ভিদ জন্মানোর উপযোগী পরিবর্তনশীল প্রাকৃতিক বস্তুকে মৃত্তিকা বলে।।

প্রশ্নঃ হিউমাস কি?
উত্তরঃ জৈবপদার্থপচে যাওয়ার পর সৃষ্ট গাঢ় বাদামী কিংবা কালচে পদার্থ। ।

প্রশ্নঃ মাটি কয়টি উপকরণ নিয়ে গঠিত?
উত্তরঃ মাটি চারটি উপাদান নিয়ে গঠিত।
1.খনিজ পদার্থ -45%
2.জৈব পদার্থ -5%
3.জলীয় অংশ- 25%
4.বায়বীয় অংশ- 25%

প্রশ্নঃ মৃত্তিকা কনা কাকে বলে?
উত্তরঃ দুইমিলিকিটারের কম ব্যাস সম্পন্ন নির্দিষ্ট আকার ও মাত্রার অন্তর্ভুক্ত খনিজ কনাকে মৃত্তিকা কনা বলে।।

প্রশ্নঃ মৃত্তিকা বুনট কাকে বলে?
উত্তরঃমাটিতেবালিকনা ,পলিকনা ও কর্দমকনার আনুপাতিক হারকে মৃত্তিকা বুনট বলে।।

প্রশ্নঃ শিলা কাকে বলে?
উত্তরঃ যেসকলদ্রব্য দ্বারা ভূ-ত্বক গঠিত তাকে শিলা বলে।।

প্রশ্নঃ মৃত্তিকা ঘনত্ব কাকে বলে?
উত্তরঃ কোনমৃত্তিকা দ্রব্যের একক আয়তনের ওজনকে মৃত্তিকা ঘনত্ব বলে।।
১,মাটিরআয়তনী ঘনত্ব -1.1-1.4 গ্রাম
২,মাটির কনা ঘনত্ব – 2.50-2.70 গ্রাম

বিঃদ্রঃ আপনার কৃষি সম্পর্কে কিছু বলার বা জানার থাকলে, আপনি আমাদের ফেজবুক পেজ বা ফেজবুক গ্রুপে যোগ দিতে পারেন এবং আপনার প্রয়োজনীয় মতামত জানাতে পারেন।

আপনি এই পোষ্ট পড়ে জানতে পারবেন:-

বোদ মাটি কাকে বলে?, মাটি কত প্রকার,   দোআঁশ মাটির বৈশিষ্ট্য, দোয়াশ মাটি কাকে বলে, এঁটেল মাটির বৈশিষ্ট্য, বেলে মাটি কাকে বলে, বেলে মাটির বৈশিষ্ট্যগুলো কী, মাটি কী, বেলে মাটির বৈশিষ্ট্য, এটেল মাটির বৈশিষ্ট্য, এটেল মাটি, এঁটেল মাটি কাকে বলে, কৃষকের ভাষায় মাটি কাকে বলে, এটেল মাটির ফসল, মাটি কি?মাটির উপাদান গুলি কি কি, মাটি কয় প্রকার ও কি কি, কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে, বেলে মাটি, etel mati kake bole, মাটির উপকারী উপাদান কি, poli mati kake bole, মাটির উপাদান কয়টি, বেলে দোআঁশ মাটি কাকে বলে, মাটি কত প্রকার ও কি কি, এঁটেল মাটি, গঠন ও প্রকৃতি অনুযায়ী মাটি কত প্রকার ও কি কি, বেলে দোআঁশ মাটির বৈশিষ্ট্য ,মাটি কয় প্রকার, অম্লমান অনুসারে মাটি কত প্রকার, মাটি কত প্রকার রসায়নের উপর ভিত্তিকরে, bele mati, কত প্রকার, দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো কী, মাটির বৈশিষ্ট্য, mati kake bole bangla, বাংলাদেশের মাটি কত প্রকার,

পলি দোআঁশ মাটির বৈশিষ্ট্য, মাটি কাকে বলে উওর, মাটির উপাদান কী কী, bele mati kake bole, পৃথিবীর উপরিভাগের নরম আবরণ, পলি দোআঁশ মাটি কাকে বলে, doash mati, মাটি, poribesh kake bole, মাটি কয় ধরনের, বদ মাটি কি, mati ki, বাংলাদেশের মাটির বৈশিষ্ট্য ,jolobayu kake bol্‌ বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য, mati koy prokar, মাটির অম্লমান কাকে বলে, বোঁদ মাটি কি,   how many types of soil, মাটির উপাদান সমূহ, বেলে মাটির ফসল, বেলে মাটির বৈশিষ্ট্য গুলো কি, কাদা মাটির বৈশিষ্ট্য, কোন ধরনের মাটিতে কাদা আর বালি, বোদ মাটি কী, mati koto prokarকোন ধরনের মাটিতে কাদার বালি প্রায় সমান পরিমাণে থাকে, মাটির উপকারী উপাদান, chicken kake bole, মাটিতে কি কি উপাদান থাকে, পলি মাটি কাকে বলে, মাটির জো কাকে বলে, pusti kake bole,

মাটির প্রধান উপাদান কি, মাটির উপাদান, koto prokar, দোআঁশ মাটির ছবি, বেলে মাটির বৈশিষ্ট্য কি, মাটির জৈব উপাদান কি কি, মাটির প্রকারভেদ ও বৈশিষ্ট্য, খনিজ করণ কাকে বলে, মাটি কি কি উপাদান নিয়ে গঠিত, কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে?, দোআঁশ মাটি কত প্রকার ও কি কি, কাকে বলে ?, মাটি কী?, matir upadan ki ki, মৃত্তিকা কাকে বলে, বোঁদ মাটি কী, মাটির উপকারী উপাদান গুলি কি কি, কৃষকের ভাষায় মাটি কি, দোআঁশ মাটিতে কি কি ফসল হয়, পলি মাটির বৈশিষ্ট্য, soil is made up of, doyas mati, মাটির সংজ্ঞা, কংকর মাটি কাকে বলে, poli mati, how many type of soil, মাটির উপাদান কয়টি ও কি কি,

দোয়াশ মাটির ফসল, বেলে দোআঁশ মাটি কোথায় পাওয়া যায়, এটেল মাটির ছবি, loam soil, a soil, মাটির বৈশিষ্ট্য কাকে বলে,  দোআঁশ মাটির ফসল, মাটির জৈব উপাদান কি, এঁটেল মাটির ছবি, কোন ধরনের মাটিতে কাদা আর বালি সমান থাকে, মাটির বিক্রিয়া বলতে কি বুঝ, kake bole, how soil is formed, how is soil formed?, different types of soil, উর্বর মাটি কাকে বলে, বোদ মাটি কি, ৪.১ মাটি কীভাবে তৈরি হয়?, মাটির স্বাভাবিক উপাদান কাকে বলে, মাটির স্বাভাবিক উপাদান কি কি, খনিজ পদার্থ কত প্রকার, বেলে দোআঁশ মাটি চেনার উপায়, মাটির ছবি,  মাটি কি দ্বারা গঠিত, মাটির অম্লমান কি, পলি কত প্রকার,  মাটির প্রকারভেদ, বেলে মাটিতে কি কি ফসল হয়, মাটির অম্লমান কী,