Home » সমন্বিত-গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ও সকল তথ্য ২০২১-২০২২

সমন্বিত-গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ও সকল তথ্য ২০২১-২০২২

সমন্বিত-গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি

বাংলাদেশের সাতটি সরকারি সমন্বিত-গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ও সকল তথ্য , যোগ্যতা, বিষয়, মানবন্টন, আসন সংখ্যা সমূহ ও পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমন্বিত কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থা আবেদনকারীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য দ্রুত আবেদন করুন। admission-agri.org এই ওয়েবসাইটে লগইন করে দ্রুত আবেদন করুন। আবেদন ফি ১০০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। যা নগদ, বিকাশ বা রকেট এর মাধ্যমে জমা দিতে হবে।

আপনি যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি  সম্পর্কে আরো তথ্য জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট AgroHavenBD ভিজিট করুন। Cluster Agricultural University Admission পরীক্ষার তারিখ, মানবন্টন ও অন্যান্য পরীক্ষা বিষয়ক সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নের তথ্য ও বিস্তারিত ভালোভাবে পড়ুন।

গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি

ভর্তি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী Online-এ আবেদন ফরম পূরণ করতে হবে এবং নির্ধারিত সময়ের ভিতর আবেদন করতে হবে। পরে আপনার আবেদন করলে আপনার আবেদনটি যোগ্য বলে গণ্য হবে না।

বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের ধরন সরকারি বিশ্ববিদ্যাল
আসন সংখ্যা ———-
শিক্ষাগত যোগ্যতা  এসএসসি – এইসএসসি পাশ হতে হবে
প্রতিটাতে জিপিএ ৩.৫০ থাকতে হবে
মোট জিপিএ ৮.০০ থাকতে হবে
আবেদন শুরুর তারিখ ১৭ জুলাই ২০২২
আবেদনের শেষ তারিখ ১৬ আগস্ট ২০২২
পরীক্ষার পাঠ্য বিষয় ইংরেজি, জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত
আবেদন ফি  ১২০০/- টাকা
পরীক্ষার তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২
প্রবেশপত্র ডাউনলোডের তারিখ  ২০২২
আবেদনের মাধ্যম অনলাইন
অফিসিয়াল সাইট www.acas.edu.bd / admission-agri.org
আমাদের ওয়াবসাইট Agrohavenbd.com
বাছাই ফলাফল প্রকাশের তারিখ সেপ্টেম্বর ২০২২

গতবারের মতো কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার। এসব বিশ্ববিদ্যালয় নাম সমূহ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

০৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে 2021-2022 শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সমমান ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল প্রকাশ

কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রী প্রদানকারী ০৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে 2021-2022 শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সমমান ভর্তি বিজ্ঞপ্তি তে ভর্তিচ্ছুক আবেদনকারীদের নিকট থেকে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে হলে ভর্তি ইছুক প্রার্থীকে (www.acas.edu.bd) তাদের অফিশিয়াল সাইট ভিজিট করেতে হবে। মোট শিক্ষার্থীদের আসন সংখ্যা ৩৫৩৯ টি। তাই দেরিনাকরে আজই আবেদন করুন।

 

গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি

আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০২২

ভর্তির আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.acas.edu.bd

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার

আবেদন করার যোগ্যতা:-

ক) যে সকল ছাত্র/ছাত্রী ২০১৭/২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে।

খ) আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যুনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট ন্যুনতম জিপিএ ৮.০০ থাকতে হবে। তবে মোট আসন সংখ্যার ১০ দেশ) গুণ প্রার্থীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেখাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

গ) O এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যুনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট ন্যুনতম জিপিএ ৮.০০ থাকতে হবে। উল্লেখ্য যে, O এবং A লেভেল এর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে /, গ্রেডের জন্য ৫, 8 গ্রেডের জন্য ৪, ০ গ্রেডের জন্য ৩.৫ এবং D গ্রেডের জন্য ৩ পয়েন্ট গণ্য করা হবে।

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের নিয়মাবলী 

ক) আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য https://admission-agri.org/ ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ভর্তি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

খ) মোবাইল ফোন নম্বর প্রদানের স্থানে নিজের ফোন নম্বর প্রদান করতে হবে। SMS এর মাধ্যমে Pin/লগইন পাসওয়ার্ড ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি এ নম্বরে জানানো হবে।

গ) কোটায় আবেদনকারীদেরকে কোটা সংক্রান্ত সনদ এবং O/A লেভেলের আবেদনকারীদেরকে O/Aলেভেল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান-কপি অনলাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। কোটায় আবেদনকারী না হলে কোটার ঘরে “সাধারণ” নির্বাচন/সিলেক্ট করতে হবে।

 

 

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলারের বিষয় ও মানবন্টন

পরীক্ষার বিষয় ও মানবন্টনঃ ভর্তি পরীক্ষা হবে MCQ (Multiple Question Choice) পদ্ধতিতে ।মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্রমিক নং বিষয় নম্বর
০১ ইংরেজি ১০
০২ প্রাণীবিজ্ঞান ১৫
০৩ উদ্ভিদবিজ্ঞান ১৫
০৪ পদার্থবিজ্ঞান ২০
০৫ রসায়ন ২০
০৬ গণিত ২০
সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ও আসন সংখ্যা

বিশ্ববিদ্যালয় ও আসনসংখ্যাঃ ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪১৯ টি আসন রয়েছে ।

ক্রমিক নং বিশ্ববিদ্যালয়ের নাম আসন সংখ্যা
০১ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ১১১৬ টি
০২ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ৭০৪ টি
০৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ৩৩০ টি
০৪ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪৪৩ টি
০৫ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ৪৩১ টি
০৬ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ২৪৫ টি
০৭ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ১৫০ টি
মোট কলেজ = ৭টি মোট আসন = ৩৫৫৫ টি
সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি জমা

আবেদন ফি টাকা ১০০০/- (এক হাজার) মাত্র “নগদ”, “বিকাশ” বা “রকেট’- এর মাধ্যমে অনলাইন ফরমের নির্ধারিত মোতাবেক প্রদত্ত নির্দেশনা মোতাবেক জমা দিতে হবে। তাৎক্ষণিকভাবে ফি জমা দিতে না পারলে আবেদনের শেষ তারিখের মধ্যে তা জমা দিতে হবে। যেহেতু মোট আসন সংখ্যার ১০ (দশ) গুণ প্রার্থীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, সেহেতু যে সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না, তাদেরকে আবেদন সংক্রান্ত প্রসেসিং ফি বাবদ ৩০০.০০ টাকা কেটে রেখে অবশিষ্ট ৭০০.০০ টাকা ফেরৎ দেওয়া হবে। এজন্য আবেদনের সময় অনলাইন ফরমের নির্ধারিত স্থানে “নগদ”, “বিকাশ” বা “রকেট’-এর অবশ্যই একটি নিজস্ব একাউন্ট নম্বরে দিতে হবে, যার মাধ্যমে আবেদনকারীকে টাকা ফেরৎ দেওয়া হবে।

আবেদন ফি এবং ভর্তি ফি জমাদানের প্রক্রিয়া

ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পেমেন্ট পদ্ধতি হিসেবে “নগদ”, “বিকাশ” বা “রকেট”*-এর যে কোন একটি মাধ্যমকে সিলেক্ট করলে যে ইন্টারফেস আসবে তাতে মোবাইল ব্যাংকিং একাউন্টের নম্বর দিতে হবে এবং শর্তাবলীতে সম্মতি দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। উক্ত মোবাইল একাউন্ট নম্বরে একটি ভেরিফিকেশন কোড বা (OTP) ইন্টারফেসে ইনপুট দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এরপর একাউন্ট নম্বরের পিন দিতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি কনফার্মেশন পিন পাওয়া যাবে।

পরীক্ষার কেন্দ্র নির্ধারণ

আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়/কেন্দ্র হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তা পরীক্ষা কেন্দ্রের পছন্দক্রমের নির্বাচন করতে হবে। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহের মোট নম্বরের মেধাক্রম এবং কেন্দ্রের পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হবে।

আবেদনের ছবি আপলোড

যে সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে, তাদের তালিকা প্রকাশের পর হতে প্রবেশপত্র ডাউনলোড করার পূর্ব পর্যন্ত পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা একটি রঙ্গিন ছবির সষ্ট কপি (৫০ কিলোবাইটের মধ্যে JPG ফরম্যাটে) লগইন করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। উল্লেখ্য যে, ছবি ব্যতীত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।

পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন

MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় এইচএসসি/সমমান পর্যায়ের

পরীক্ষার বিষয় প্রাপ্ত নম্বর
ইংরেজিত ১০
প্রাণিবিজ্ঞান ১৫
উদ্ভিদবিজ্ঞান ১৫
পদার্থবিজ্ঞান ২০
রসায়ন ২০
গণিত ২০
ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা
ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে৷
কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল

পরীক্ষার ফলাফল প্রস্তুতি

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করা হবে। মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এসএসসি/সমমানের জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহের প্রাপ্ত নম্বর যোগ করে ৪০০ নম্বরের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহের প্রাপ্ত নম্বর যোগ করে ৮০০ নম্বরের জন্য ২৫ বিবেচনা করা হবে। উদাহরণ স্বরূপ ধরা যাক একজন প্রার্থী উল্লিখিত বিষয় সমূহে এসএসসি/সমমানে ৪০০ নম্বরের মধ্যে পেয়েছে মোট ৩২৭ নম্বর এবং এইচএসসি/সমমানে ৮০০ নম্বরের মধ্যে পেয়েছে মোট ৬৭৩ নম্বর। সেক্ষেত্রে ফলাফল প্রস্তুতির সময় তার এসএসসি/সমমানের নম্বর হবে (৩২৭/৪০০)*২৫- ২০.৪৩৭৫ এবং এইচএসসি/সমমানের নম্বর হবে (৬৭৩/৮০০)৯ ২৫- ২১.০৩১২৫। O এবং A লেভেল প্রার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।

ফলাফল প্রস্তুতের সময় যদি একাধিক প্রার্থীর মোট নম্বর সমান হয়ে যায় তবে তাদের মধ্যে মেধাক্রমে কে আগে ও পরে হবে তা নির্ধারণে নিম্নের প্রাধান্যক্রম অনুসরণ করা হবে, অর্থাৎ যার নম্বর বেশি হবে সে প্রাধান্য পাবে।

ক) ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর।

খ) এইচএসসি/সমমানের উল্লিখিত বিষয়সমূহের প্রাপ্ত মোট নম্বর।

গ) এইচএসসি/সমমানের প্রথমে জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর, তারপর রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর, তারপর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর এবং শেষে
গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর।

ঘ) এসএসসি/সমমানের প্রথমে জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর, তারপর রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর। তারপর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর এবং শেষে গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর।

এরপরও যদি একাধিক প্রার্থীর মোট নম্বর একই সমান পাওয়া যায় তখন যে আগে আবেদন করেছিল তাকে প্রাধান্য দেওয়া হবে।

অপশন/পছন্দক্রম প্রদান

পরীক্ষার ফলাফল প্রকাশের পর মেধা ও অপেক্ষমান তালিকায় স্থান প্রাপ্তদেরকে কাক্ষিত বিষয় সমূহের অপশন/পছন্দক্রম প্রদান করার জন্য সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাঙ্কিত বিষয়সমূহের মধ্য থেকে পছন্দক্রম প্রদান করতে হবে। একবার পছন্দক্রম প্রদান করা হলে উক্ত সময়ের মধ্যে তা আবার পরিবর্তন করা যাবে। তবে নির্ধারিত সময়ের পর কোনভাবেই আর গছন্দক্রম পরিবর্তন করা যাবে না। মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে প্রার্থীগণ যে বিশ্ববিদ্যালয়ের যে বিষয়ের/ডিগ্রির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

কোটা, O এবং A লেভেল পাসকৃত প্রার্থীদের ডকুমেন্টস যাচাই

পরীক্ষার ফলাফল প্রকাশের পর মেধা ও অপেক্ষমান তালিকায় স্থান প্রাপ্ত কোটা O/A লেভেল পাসকৃত প্রার্থীদের ডকুমেন্টস যাচাইয়ের জন্য সময় বেধে দেওয়া হবে। উক্ত সময়ের মধ্যে তাদেরকে কোটা O/A লেভেলের মূল ডকুমেন্টসসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে সশরীরে উপস্থিত হতে হবে। যাচাই শেষে যে সকল প্রার্থীর ডকুমেন্টস সঠিক হিসেবে বিবেচিত হবে শুধু তারাই কোটার O/A  লেভেলের সুবিধা পাবে।

কোটার প্রার্থীদেরকে যা যা  ডকুমেন্টস সাথে নিয়ে আসতে হবে

(ক) মুক্তিযোদ্ধা কোটার জন্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত সনদ। মুক্তিযোদ্ধার নাতি/নাতনিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার অমুক পুত্র/কন্যার সন্তান এ বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সনদ।
(খ) উপজাতি/আদিবাসী কোটার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের সনদ।
(গ) প্রতিবন্ধী কোটার জন্য উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তার সনদ।
(ঘ) হরিজন-দলিত কোটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সনদ।
(ও) পোষ্য এর ক্ষেত্রে রেজিস্ট্রার স্বাক্ষরিত সনদ।
(চ) প্রবাসীর সন্তানের ক্ষেত্রে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত সনদ।
(ছ) বিকেএসপির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের সনদ।
(জ) সিট মহলের ক্ষেত্রে জেলা প্রসাশন কর্তৃক প্রদত্ত সনদ।

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া

(ক) ভর্তি প্রক্রিয়া দুইটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মেধা তালিকায় স্থান প্রাপ্তদেরকে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে “নগদ”, “বিকাশ” বা “রকেট*-এর মাধ্যমে ১০,০০০.০০ (দশ হাজার) টাকা জমাদান পূর্বক ভর্তি-প্রার্থীতা নিশ্চিত করতে হবে। ভত্তিচ্ছু প্রার্থী যদি তার বিশ্ববিদ্যালয়/বিষয়/ডিগ্রির অটোমাইগ্রেশন বন্ধ করতে চায় তবে তাকে অবশ্যই ভর্তির পর অনলাইনে গিয়ে অটোমাইগ্রেশন অপশনটি বন্ধ করে দিতে হবে।

(খ) ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শুন্য আসনসমূহের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লিখিত খালি আসনসমূহে ভর্তি হতে আগ্রহী অপেক্ষমান তালিকার প্রার্থীদেরকে অনলাইনে গিয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে হবে। আগ্রহ প্রকাশ করা অপেক্ষমান তালিকার প্রার্থীদের মধ্য হতে শূন্য আসনসমূহে মেখাক্রম ও পছন্দক্রম অনুযায়ী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিষয়/ডিগ্রি নির্বাচন করা হবে। এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS-এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদেরকে ভর্তি প্রক্রিয়ার ধারা অনুযায়ী ভর্তির প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। অটোমাইগ্রেশনের যে কোন পর্যায়ে অটোমাইগ্রেশন বন্ধ করতে চাইলে অনলাইনে লগইন করে তা করতে হবে।

(গ) পরবর্তীতে যদি আসন খালি থাকে, তবে ভর্তি প্রক্রিয়ার ধারা নং ১৩ খে)-এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করা হবে। কতবার অটোমাইগ্রেশন হবে তা আসন খালি থাকার উপর ভিত্তি করে কর্তৃপক্ষ নির্ধারণ করবে, যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS-এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

(ঘ) সর্বশেষ অটোমাইগ্রেশন ও ভর্তির প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর ভর্তি হওয়া প্রার্থীদের রোল নম্বর ও নামসহ প্রত্যেকের জন্য চূড়ান্তভাবে প্রাপ্ত বিশ্বাবিদ্যালয় ও বিষয়/ডিগ্রির তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

(ঙ) ভর্তির দ্বিতীয় ধাপে নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদেরকে প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এ বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ভর্তি ফি এর পরিমাণের সাথে প্রথম ধাপে জমাকৃত ১০,০০০.০০ টাকা সমন্বয় করে অবশিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। এরপর স্বাস্থ্য পরীক্ষা করে এবং ভর্তির জন্য মূল ট্রান্সক্রিপ্ট। প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস জমা দিয়ে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, ভর্তির দ্বিতীয় ধাপে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কোন প্রার্থী তার প্রযোজ্য বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হতে ব্যর্থ হলে, অথবা ভর্তি ফি এর অবশিষ্ট টাকা জমা না দিলে, বা মূল ডকুমেন্টস-এর কোন একটি জমা দিতে ব্যর্থ হলে তার ভর্তির সুযোগ থাকবে না। প্রার্থীদেরকে পূর্বে জমাকৃত ১০,০০০.০০ টাকা সমন্বয় করতঃ আর কত টাকা ভর্তি ফি জমা দিতে হবে তা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ওয়েবসাইটে লগইন করেও প্রার্থীরা জেনে নিতে পারবে।

সমন্বিত-গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাতিল

ভর্তিকৃত কোন ছাত্র-ছাত্রী ভর্তি বাতিল করে তার ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য ডকুমেন্টস ফেরৎ নিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে। এর জন্য ১০,০০০.০০ টাকা “ভর্তি বাতিল ফি” জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ ভর্তি কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার নিমিত্তে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে এবং প্রয়োজনে
কমিটি যে কোন সিদ্ধান্ত পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখে।

 আরো পড়ুনঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ও পরীক্ষার মানবন্টন

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ ২০২১

কৃষি কী?

আপনি যা  খুজতে আমাদের সাইটে এসেছেনঃ
গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাতিল, সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাতিল, গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২১-২০২২, গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়, গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষার সার্কুলার, কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার, কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ, কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা ২০২২, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদন, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২, সমন্বিত ভর্তি পরীক্ষা কৃষি বিশ্ববিদ্যালয় সার্কুলার,

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি টাকা ফেরত, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ভর্তি, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল,

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি মানবন্টন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ ভর্তি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা , বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, ,কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি রেজাল্ট, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার, নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা, নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা pdf,